খুলনার লবণচরার সাচিবুনিয়া এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পুলিশের হাতে ধরা পড়েছে স্বর্ণ পাচারের এক অভিনব কৌশল। বুধবার (১৩ নভেম্বর) রাত ১১টায় আব্দুল আওয়াল (৩৬) নামে এক যুবককে ৮টি স্বর্ণের বারসহ আটক করে খুলনা মেট্রোপলিটন পুলিশ। তিনি ঢাকায় স্বর্ণ নিয়ে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাচ্ছিলেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে একটি স্বর্ণের চালান ঢাকা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সাচিবুনিয়া মোড় এলাকায় পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়। ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে আটক করা হয় আব্দুল আওয়ালকে, যিনি কুমিল্লার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
থানায় নিয়ে আব্দুল আওয়ালের শরীর তল্লাশি করে কিছু না পাওয়ায় সন্দেহ হয় পুলিশ সদস্যদের। এরপর তাকে খুলনার একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করানো হয়। এক্সরে রিপোর্টে দেখা যায়, তার পেটের ভেতর বিশেষ কায়দায় লুকানো আছে ৮টি স্বর্ণের বার। থানায় ফিরিয়ে আনার পর ধীরে ধীরে বিশেষ পদ্ধতিতে ওই বারগুলো বের করে দেন তিনি।
খুলনায় এই ধরনের অভিনব পদ্ধতিতে স্বর্ণ পাচার এখনো চাঞ্চল্য সৃষ্টি করেছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :