AB Bank
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে  একজনের মৃত্যু


ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে  একজনের মৃত্যু

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায়  মো. পারভেজ (৪৫) নামের আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে মারা যাওয়া মো. পারভেজ ফরিদপুর শহরের আলীপুরের বাসিন্দা।  এছাড়া  হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩৩ জন রোগী। 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন পারভেজ। বুধবার (১৩ নভেম্বর) ভোরে তার মৃত্যু হয়।  বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ফরিদপুর সিভিল সার্জন অফিস থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৭৪ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ১৩৫৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১১৫ জন। ফরিদপুরের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরে এ পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। তবে তারা সঠিক সময়ে চিকিৎসা নিলে হয়তো প্রাণহানি এড়ানো যেত। এছাড়া কোনো রোগীর মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা গেলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!