গাজীপুরের কাশিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছয় মাদক কারবারিকে আটক কাশিমপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার(১৪ নভেম্বর)সকালে মহানগরীর কাশিমপুরের ৬নং ওয়ার্ডের নয়াপাড়া রওশন মার্কেট এলাকার রবিদাস পাড়ায় চোলাই মদ তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদসহ শ্রী জহরলাল রবিদাস ও শ্রী মিঠু রবিদাসকে আটক করে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অপরদিকে ৫নং ওয়ার্ডের সুরাবাড়ী এলাকায় জয়নাল হাজীর ভাড়াটিয়া বাসায় মাদক কারবারির রিপন মন্ডলের বসতঘরের ভিতরে মাদক ক্রয়-বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবু নওশের শাহ সজিব, রিপন মন্ডল এবং শরীফ দেওয়ান ও ওমর দেওয়ান নামের চার মাদক কারবারিকে আটক করে পুলিশ।
এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত কাশিমপুরের বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে আসছিলেন। তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :