AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে অনুজীব সার প্রকল্প উদ্বোধন


পীরগঞ্জে অনুজীব সার প্রকল্প উদ্বোধন

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে রাসায়নিক সার ও কীট নাশকের বিকল্প হিসেবে অনুজীব সার উৎপাদন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী রনসিয়া চন্দ্রা গ্রামে এইচ কে বহুমূখী খামারে এ প্রকল্পের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সিরাজুল ইসলাম। 

এ সময় টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের দিনাজপুরের পরিচালক আবু মোহাম্মদ আসাদুজ্জামান, মনিটরিং ও মুল্যায়ন কর্মকর্তা মশিউর রহমান, কৃষি সম্প্রসারল অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক জাহাঙ্গী আলম, প্রশিক্ষন কর্মকর্তা শামিমা নাজনীন, উপজেলা কৃষি অফিসার লায়লা আরজুমান বেগম, খামার মালিক আজাহারুল ইসলাম সহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে অনুজীব সার ব্যবহার করে খামারে আবাদ করা ধান, শাক সব্জি, মাল্টা, পেপে সহ বিভিন্ন ফসলের খেত পরিদর্শন করেন অতিথিরা।


এ সময় কৃষি বিভাগের কর্মকর্তারা গন মাধ্যমকে জানান, রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই জৈব পদ্ধতিতে উপকারী অনুজীব উৎপাদন করে কয়েক বছর ধরে ফসল চাষাবাদে সফলতা লাভ করেছেন কৃষক আজাহারুল ইসলাম। তার উৎপাদিত অনুজীব সার রায়সনিক সারের বিকল্প এবং নিরাপদ খাদ্য উৎপাদনে অত্যন্ত কার্যকর। 

কৃষকদের মাঝে এ সারের ব্যবহার বাড়াতে কৃষি বিভাগের পরামর্শে আজাহারুল ইসলাম তা বাণিজ্যিক ভাবে উৎপাদনের উদ্যোগ নিয়েছেন। এ সার ব্যবহার করার জন্য আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষদের উদ্বুদ্ধ করছি। এ সারের ব্যবহার বাড়লে রাসায়নিক সারের উপর নির্ভরতা কমার পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!