AB Bank
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিরোজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ নারীর মৃত্যু, আহত ৪


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৫:৫৭ পিএম, ১৪ নভেম্বর, ২০২৪
পিরোজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ নারীর মৃত্যু, আহত ৪

পিরোজপুরে বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে আখি আক্তার (৩৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার পিরোজপুর-বরিশাল মহাসড়কের রানীপুর নিমতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় শিশুসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ১২ টার দিকে ওই নারীর মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে নেওয়া হচ্ছে।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোবহান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আখি আক্তার কাউখালী উপজেলার চিরাপড়া ইউনিয়নের ইমরান হাওলাদারের স্ত্রী। 

আহতরা হলেন, ইমরান হাওলাদার (২৪) জহুরা বেগম (৬৫), রেশমা বেগম (৩০), ফোরকান হাওলাদার (৬০) উভয় কাউখালি উপজেলার চিরাপড়া ইউনিয়নের বাসিন্দা। তারা বাগেরহাটের বাধাল বাজার এলাকায় মৃত স্বজনের বাড়িতে গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমাদ পরিবহনের একটি বাস বরিশাল থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে যাত্রী নিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা বাগেরহাট থেকে পিরোজপুরের কাউখালীতে যাচ্ছিল। এ সময় রানীপুর নিমতলা নামক স্থানে অটোরিক্সাটি আরেকটি অটোরিকশাকে পাশ কাটাতে গেলে ইমাদ পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে বরিশালে পাঠানো হয় সেখানে নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়েছে। আহতদের সকলের বাড়ি কাউখালী উপজেলার চিড়াপাড়া গ্রামে। ইমরান নামের এক অটোরিকশা চালক চার যাত্রী নিয়ে বাগেরহাট থেকে কাউখালীতে যাচ্ছিল।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমন হালদার বলেন, আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুনেছি সেখানে নেওয়ার পথে এক নারীর মৃত্যু হয়েছে।

একই দিনে পিরোজপুরে বাস চাপায় দিপ্তী রানী সাহা (৫২) নামের এক নারী র মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোর রাতে খুলনায় চিকিৎসাদীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পিরোজপুর পৌর সভার রাজারহাট এলাকার সঞ্জীব সাহার স্ত্রী। এর আগে বুধবার (১৩ নভেম্বর) রাতে পিরোজপুরের সদর উপজেলার কদমতলা এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।

নিহতের জামাতা (মেয়ের স্বামী) সুষেন কুমার দত্ত জানান, তার শাশড়ি ওই রাতে স্থানীয় কদমতলা বাজার সংলগ্ন এলাকায় ধর্মীয় জগদত্রী পুজায় যান। এ সময় রাস্তার পাশ থেকে যাওয়ার সময় পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া ওয়েলকাম পরিবহনের একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। গাড়িটি তাকে আহত করে তুলে নিয়ে যেতে চাইলে স্থানীয়রা বাসটিকে আটকে তাকে নামিয়ে রাখেন। পরে স্থানীয়রা তাকে জেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাতের সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই সুজা সাহা বলেন, তার বোন ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার সময় রাস্তার পাশে গিয়ে বাসটি তাকে চাপা দেয়।  

স্থানীয় প্রত্যক্ষদর্শী জহিরুল ইসলাম নামের এক ভ্যান চালক বলেন, ওই নারী রাস্তার পাশ থেকে যাওয়ার সময় বাসটি তাকে চাপা দিয়ে তাকে তুলে নিয়ে যাচ্ছিলো। বিষয়টি দেখে স্থানীয়রা বাসটিকে আটকে ওই নারীকে নামিয়ে রাখেন।

পিরোজপুর সদর থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) মো. সোবাহান হোসেন বলেন, এ বিষয়টি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখানো কোন অভিযোগ পাইনি। তিনি আরো জানান, সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার পিরোজপুর-বরিশাল মহাসড়কের রানিপুর নিমতলা এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। বরিশালে নেওয়ার পথে এক নারীর মৃত্যু হয়েছে। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!