AB Bank
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলিপুরে এইচপিভি টিকাদান উপলক্ষে সমন্বয় সভা


উলিপুরে এইচপিভি টিকাদান উপলক্ষে সমন্বয় সভা

‘‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” এই স্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান ২য় পর্যায়ের কার্যক্রম উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোকদার, সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান, মহিলা ও শিশু বিষয় কর্মকর্তা সখিনা আক্তার, উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আল হেলাল মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, প্রাণি সম্পদের ডা. শাহরিয়ার, ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি নুরবক্ত মিঞা, এশিয়ান টিভি‍‍`র এমএইচ শাহীন, প্রতিদিনের বাংলাদেশের চন্দন কুমার সরকার, স্বদেশ প্রতিদিন ও সিএনআই প্রতিবেদক জাহিদ হাসান প্রমুখ।

সভায় জানানো হয়, নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে এইচপিভি টিকা সংযোজন করেছে। অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হওয়া বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিতব্য এইচপিভি টিকাদান ক্যাম্পেইন, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জন্য টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। গত ২৪ অক্টোবর থেকে ১ম ধাপে এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু হয়ে ১৪ নভেম্বর পর্যন্ত ১৪ হাজার ১‍‍`শ ৬৮জন শিক্ষার্থীকে এইচপিভি টিকা দেয়া হয়। ২য় পর্যায়ে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!