AB Bank
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবশেষে মোরেলগঞ্জের সেই স্বাস্থ্য কর্মকর্তাকে বদলি


Ekushey Sangbad
ফাহাদ হোসেন, মোরেলগঞ্জ, বাগেরহাট
০৮:২৬ পিএম, ১৪ নভেম্বর, ২০২৪
অবশেষে মোরেলগঞ্জের সেই স্বাস্থ্য কর্মকর্তাকে বদলি

মোরেলগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়কে  অবশেষে বদলি করলো স্বাস্থ্য অধিদপ্তর। ১৩ নভেম্বর (বুধবার) স্বাস্থ্য অধিদপ্তরের এক আদেশে ৪৫.০১.০০০০.০০৪.২৫.০০১.২৪.১২১-৬৫৬ নং স্মারকে বিতর্কিত এ স্বাস্থ্য কর্মকর্তাকে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় বদলি করা হয়েছে। 

উল্লেখ্য ডাঃ শর্মী রায়ের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে  নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে তার পদত্যাগ দাবি করে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছিল স্থানীয়রা। 

গত মাসের (১ অক্টোবর) স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধনে অংশগ্রহন করেন স্থানীয় নারী-পুরুষ। এ সময় জনতা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও হাতে ঝাড়ু নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। গত কয়েকদিন ধরে আওয়ামী সরকারের দালাল আক্ষা দিয়ে এই স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে ফুলে ফুশে উঠেছেন স্থানীয় জনসাধারণ। এতো কিছুর পরে স্বাস্থ্য অধিদপ্তর এই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না সে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঝাড়ু মিছিলে অংশ নেওয়া জনসাধারণ। দেশের বিভিন্ন গণমাধ্যমে সেই সংবাদ প্রচার করে।

অবশেষে নানাবিধ অভিযোগের দায়ে তাকে বদলি করা হয়েছে বলেছে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!