আলুসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজারে অভিযান পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) শহরের ভাঙ্গা রাস্তার মোড় ও চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
এছাড়া হাজী শরিয়তুল্লাহ বাজারের আলু ও পেঁয়াজসহ নিত্যপণ্যের দোকানে ক্রয়-বিক্রয়, ভাউচার এবং মূল্য তালিকা না থাকার অপরাধে ১টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ফরিদপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, বাজারগুলোতে আলু ও পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :