AB Bank
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কবিতা, ছড়া, শিশু সাংবাদিকতা বিষয়ক ছাত্র সুরক্ষা পরিষদের সেমিনার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নীলফামারী
০৭:০৭ পিএম, ১৫ নভেম্বর, ২০২৪
কবিতা, ছড়া, শিশু সাংবাদিকতা বিষয়ক ছাত্র সুরক্ষা পরিষদের সেমিনার

ছবির ক্যাপশন: ছাত্র-সুরক্ষা পরিষদের সৃজনশীল সেমিনার।

কবিতা, ছড়া, চিত্রাঙ্কন, বিতর্ক ও শিশু সাংবাদিকতা বিষয়ক সেমিনারের আয়োজন করেন জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারন করা সামাজিক সংগঠন ছাত্র-সুরক্ষা পরিষদ। নীলফামারী জেলা ডিমলা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে উপজেলা অডিটোরিয়াম রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০:৩০ টায় ছাত্র-সুরক্ষা পরিষদের আহ্বায়ক শাকিল প্রধানের সভাপতিত্বে সদস্য সচিব জাফর হোসেন জাকির এর সঞ্চালনায় শুরুতে শিক্ষার্থীরা কবিতা ও ছড়া আবৃত্তি করেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র-সুরক্ষা পরিষদ গবেষণা সেলের সদস্য রাশেদুজ্জামান রাশেদ, উপদেষ্টা ও গীতিকবি মুন্সি সাদিক সালেহ্, যুগ্ম আহ্বায়ক মিলন ইসলাম, সাংবাদিক মাসুদ পারভেজ রুবেল, শিক্ষক বেলাল হোসেন, আনোয়ার হোসেন, সদস্য আলিফ ইসলাম, লিয়ন ইসলাম, সামিউল, মজিবুল, নয়ন প্রমূখ।

সেমিনারে বক্তারা কবিতা, ছড়া লেখা ও আবৃত্তি, সংবাদ প্রতিবেদন বিষয়ে প্রশিক্ষণমূলক বক্তব্য দেন। সেমিনারে স্কুল শিক্ষার্থীদের লেখা কবিতা, ছড়া, প্রবন্ধ, চিত্রাঙ্কন ইত্যাদি নিয়ে আঞ্চলিক মাসিক শিশু প্রত্রিকা এক্কা দোক্কা প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তারা বলেন, শিশুদের সাংস্কৃতিক মনা তৈরি করতে প্রশিক্ষণমূলক সেমিনা, শিশু পত্র-পত্রিকা লেখা ও প্রকাশের বিকল্প নেই। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো চোখে পড়ার মতো না থাকার কারণে সমাজে মাদক থেকে শুরু করে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো বেড়েই চলেছে। শিশু সাংবাদিকতার মধ্য দিয়ে সৃজনশীল মনোভাব, সত্য প্রকাশের সাহসীকতা ও মানসিকতা তৈরি হবে। ফলে আজকের শিশুরা আগামীতে কূপমন্ডুকতা, কুসংস্কার, দুর্নীতি, সন্ত্রাস থেকে বেড়িয়ে এসে সমাজকে বিজ্ঞানভিত্তিক-জনকন্যালণমূখী-বৈষম্যহীন সমাজ বির্নিমাণে ভুমিকা রাখবে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!