AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে ইংরেজি বর্ণাক্ষরে শুদ্ধ বানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে


চাঁদপুরে ইংরেজি বর্ণাক্ষরে শুদ্ধ বানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

আপন কিডস স্পোকেন সেন্টারের আয়োজনে এবং ফেমাস ডেন্টাল কেয়ারের সহযোগিতায় ইংরেজি বর্ণাক্ষরে শুদ্ধ বানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বরের শুক্রবার সকালে চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়। তিনটি বিভাগে অনুষ্ঠিত এ ইংরেজি বানান প্রতিযোগিতায় চাঁদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, আপন কিডস স্পোকেন সেন্টারের মেন্টর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

প্রতিযোগিতার শেষে সকল অংশগ্রহণকারী শিক্ষার্থী, বিচারকবৃন্দ এবং প্রতিযোগিতা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান, আপন কিডস স্পোকেন সেন্টারের ফাউন্ডার ও প্রেসিডেন্ট রোটারিয়ান ডাক্তার রাশেদা আক্তার।

বক্তব্য রাখন চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দিবা শাখার সহকারি প্রধান শিক্ষক শিরীন আক্তার, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক নিহার কান্তি চক্রবর্তী, সিনিয়র শিক্ষক নাজির আহমেদ, আবুল কাশেম মো. আসাদ উল্লাহ‌, আপন -এর উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল ফারুক, রোটারিয়ান ডাক্তার মাসুদ হাসান, সহ-সভাপতি রোটারিয়ান আশরাফুল আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক সিত্তুল মুনা চৈতি।

সামাজিক সংগঠন আপনের সাধারণ সম্পাদক আশিকবিল রহিমের সঞ্চালনায় শুভেচ্ছা ‌বক্তব্য রাখেন, আপন কিডস স্পোকেন -এর মেন্টর ওয়ালী উল্লাহ, আলাউদ্দিন পাটোয়ারী, বিচারকের দায়িত্ব পালন করাশিক্ষক কামরুন নাহার, শাহীন সুলতানা, মো. মাহমুদুল হাসান, অমিত চৌধুরী, শামীমা আক্তার, নাজির আহমেদ, হাসিনা আক্তার, বিপ্লব চৌধুরী, মো. গোফরানআহমেদ, মো. কামরুল হাসান, মাইমুনা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, আপন সংগঠনটি সবসময় ব্যতিক্রমী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ইতিমধ্যে আপন মানবিক কর্মকান্ডে চাঁদপুরবাসী মুগ্ধ হয়েছে। এবার সংগঠনটি ‘আপন স্পোকেন ইংলিশ-এর মাধ্যমে আমাদের শিশু-কিশোরদের বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায়ও দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে। আজকে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বর্ণাক্ষরে হাতে লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে। আমরা মনে করি এটি একটি যুগউপযোগী সিদ্ধান্ত এবং আয়োজন। এমন আয়োজনের মাধ্যমে আমাদের সন্তানদের মাঝে ইংরেজি লেখার ভীতি দূর হবে। কারণ, উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা টিকে থাকতে হলে আমাদের নতুন প্রজন্মকে মাতৃভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষাতেও দক্ষ করে তুলতে হবে। সে কাজটি একেবারে শেকড় থেকে শুরু করেছে আপন সংগঠন। আমরা এই আয়োজন সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

একুশে সংবাদ/ এস কে

Link copied!