খুলনায় জলবায়ু তহবিলের অর্থের ন্যায্যতা নিশ্চিত করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে নগরীর শিববাড়ি মোড়ে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের মাধ্যমে আজারবাইজানে চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।
ক্লাইমেট জাস্টিস ফোরামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংস্থা এ্যাওসেড ও সাংবাদিকদের নেটওয়ার্ক কোস্টাল ভয়েস অব বাংলাদেশ।
বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এই সংকট মোকাবিলায় জলবায়ু তহবিল থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা বাড়াতে হবে। বক্তারা আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিপূরণের অর্থকে ঋণের পরিবর্তে অনুদান হিসেবে প্রদান করতে হবে, যাতে নতুন ঋণের বোঝা আরোপিত না হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মুজিবর রহমান। বক্তব্য দেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউআরপি বিভাগের প্রধান ড. তুষার কান্তি রায়, খুলনা উইমেন্স চেম্বারের সভাপতি অ্যাডভোকেট শামিমা সুলতানা শিলু, মাহবুবুর রহমান মোহন, ও মোস্তফা জামাল পপলু।
বক্তারা জোর দিয়ে বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। উন্নত দেশগুলোর উচিত ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি তাদের নৈতিক দায়িত্ব পালন করা।
এই মানববন্ধন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে জনগণের সচেতনতা বাড়াতে এবং ন্যায্যতার দাবি প্রতিষ্ঠায় এক শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :