ভোলার চরফ্যাশনে যৌথবাহিনীর অভিযানে ১৫৯৫ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ লিটন মাঝি (৪২) ও সিদ্দিক মোল্লা (৩০) নামের দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সকালে শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের থেকে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নৌ-বাহিনীর কন্টিজেন্ট কমান্ডারের কার্যালয়ের এক প্রেস বিজ্ঞতি এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃত লিটন মাঝি ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও সিদ্দিক মোল্লা একই গ্রামের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মাদক কারারীদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় লিটন মাঝি ও সিদ্দিক মোল্লাকে নামের দুই মাদক কারবারীকে গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্য মতে তাদের বসত বাড়ির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫৯৫ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা এবং মাদক বিক্রির কাজে ব্যবহারিত একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে যৌথবাহিনীর জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের শশীভূষণ থানায় সোপর্দ করা হয়েছে।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :