AB Bank
ঢাকা রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরাইলে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


সরাইলে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ। এসময় মাদকের কাজে ব্যবহৃত একটি ডিআই পিকআপ জব্দ করে পুলিশ। 

শনিবার (১৬ নভেম্বর) ভোর রাতে উপজেলার নোয়াগাও ইউনিয়নের বাড়িউড়া বাজারের পূর্ব উত্তর পাখি মাজারের দক্ষিণ পাশে ঢাকা সিলেট মহাসড়কের উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, সরাইল উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কুট্টাপাড়া গ্রামের মৃত জাফর ঠাকুর এর ছেলে ইমন ঠাকুর (২৪) ও বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে রিপন মিয়া (২৩)। 

জানা যায়, ভোর রাত সাড়ে ৪টার দিকে সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়নের বাড়িউড়া বাজারের পূর্ব উত্তর পাখি মাজারের দক্ষিণ পাশে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে একটি ডিআই পিকাআপ ১৬ কেজি গাঁজা বহন করে যাচ্ছিল। এমন গোপন সংবাদ ভিত্তিতে সরাইল থানায় কর্মরত এসআই (নিঃ) আবু তাহের, সঙ্গীয় এসআই নিরস্ত্র ফারুক হোসেন ও এএসআই  নিরস্ত্র রুবেল আখন সঙ্গীফোর্সসহ অভিযান পরিচালনা করে গাড়িটি আটক করে। এসময় গাড়িতে থাকা দুই মাদক কারবারি গাড়ি রেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্য মতে উপস্থিত স্বাক্ষীগণের সামনে গাড়ির সিটের নিচে প্লাস্টিক বস্তায় কসটিভ দারা মোড়ানো অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। 

সরাইল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রফিকুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে, আমরা এই মাদকের উৎস ও গন্তব্য কোথায় এই  লক্ষে কাজ করছি।

তিনি আরও বলেন, কারা কারা এই মাদকের সাথে জড়িত থেকে মাদক ব্যবসা করছে সেটা আমরা তদন্ত চলমান রাখছি। ইনশাল্লাহ মাদকের বিরুদে আমাদের অভিযান অব্যাহত আছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!