AB Bank
ঢাকা রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাংবাদিক রেজাউল করিম বকুল আর নেই


Ekushey Sangbad
মো: আসিফ, শ্রীবরদী, শেরপুর
১০:৪৮ এএম, ১৭ নভেম্বর, ২০২৪
সাংবাদিক রেজাউল করিম বকুল আর নেই

দৈনিক কালের কণ্ঠ’র শ্রীবরদী উপজেলা প্রতিনিধি এবং মোহনা টেলিভিশন জেলা প্রতিনিধি, শ্রীবরদী প্রেস ক্লাবের সভাপতি তৃণমূল সাংবাদিক রেজাউল করিম বকুল (৫৪) আর নেই। 

শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে নকলা শহরে তার মৃত্যু ঘটে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

তিনি স্ত্রী ও তিন কন্যাসন্তান রেখে গেছেন। দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীবরদী উপজেলা প্রতিনিধি তসলিম কবীর বাবু সাংবাদিক রেজাউল করিম বকুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার মরদেহ শ্রীবরদীর গেরামারা গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। রবিবার গ্রামের বাড়িতেই নামাজে জানাজা ও দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

সাংবাদিক বাবু বলেন, দৈনিক কালের কণ্ঠ’র শ্রীবরদী উপজেলা প্রতিনিধির পাশাপাশি রেজাউল করিম বকুল মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি হিসেবেও কাজ করতেন। রেজাউল করিম বকুল গ্রামের বাড়িতে বসবাস করলেও তৃণমূল সাংবাদিক হিসেবে জেলাজুড়ে তার খ্যাতি ছিল। খবরের সন্ধানে ছুটে বেড়িয়েছেন মাঠ থেকে মাঠে। নিত্যদিনের সংবাদের পাশাপাশি ফিচার রচনায়ও ছিলেন দারুণ পারদর্শী।

সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দুর্ভোগ-দুর্দশার চিত্র তিনি জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার পাশাপাশি অনলাইন ও গণমাধ্যমে তুলে ধরেছেন, সমস্যা নিরসনের পথ বাতলেছেন। তিনি নবীন সাংবাদিকদের জন্য একজন আদর্শ ও অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন।

শ্রীবরদীর বাসিন্দা নাগরিক টিভির জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম জানান, শনিবার বিকাল ৩টা পর্যন্ত বকুল ভাই আমাদের সঙ্গে একটি খবরের জন্য শেরপুর জেলা শহরে ছিলেন। সন্ধ্যায় তিনি শ্রীবরদী গ্রামের বাড়ি ফিরে যান। সন্ধ্যা ৭টার দিকে শেরপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী সভাপতি রফিক মজিদ ভাইয়ের সঙ্গে রবিবার সাংবাদিকদের একটি কর্মসূচি নিয়ে মোবাইল ফোনে আলাপ করেছেন।

তখনো তিনি সুস্থভাবে কথাবার্তা বলেছেন। হঠাৎ করে বকুল ভাই এভাবে চলে যাবেন, সেটা ভাবতেই পারছি না। শুনেছি রাত ৯টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিলেন।

তার মৃত্যুতে শেরপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা প্রেস ক্লাব ও সাংবাদিক নেতৃবৃন্দ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কবি সংসদ, সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ, শ্যামলবাংলা২৪ডটকম পরিবারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!