AB Bank
ঢাকা রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালমোহনে দারুসসালাম সিদ্দীকিয়া একাডেমিতে কোরআন ছবক ও মেধাবী শিক্ষার্থী সংবর্ধণা


Ekushey Sangbad
চরফ্যাশন উপজেলা প্রতিনিধি, ভোলা
১২:৪৩ পিএম, ১৭ নভেম্বর, ২০২৪
লালমোহনে দারুসসালাম সিদ্দীকিয়া একাডেমিতে কোরআন ছবক ও মেধাবী শিক্ষার্থী সংবর্ধণা

ভোলার লালমোহনে ‘জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে আলোকিত মানুষ গড়ার অনন্য প্রতিষ্ঠান’ দারুসসালাম সিদ্দীকিয়া একাডেমিতে পবিত্র আল কুরআনুল কারীমের ছবক, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, মনোজ্ঞ-সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার গজারিয়া পশ্চিম বাজার পীর সাহেব জৈনপুর আলহাজ্ব হযরত মাওলানা হাসনাইন আহমাদ সিদ্দীকি হুজুরের প্রতিষ্ঠাত দারুসসালাম সিদ্দীকিয়া একাডেমির আয়োজনে মাদ্রাসার হল রুমে আল কুরআনুল কারীমের ছবক, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, মনোজ্ঞ-সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় দারুসসালাম সিদ্দীকিয়া একাডেমির পরিচালক মাওলানা মীর জাকির হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাও: আবু তায়েব।

বিশেষ অতিথি ছিলেন,গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার সাবেক উপধ্যাক্ষ আলহাজ্ব মাও: মুহাম্মদ লুৎফুর রহমান, লালমোহন শাহবাজপুর কলেজের সাবেক অধ্যাপক মাও: মোস্তফা কামাল,গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও: রফিকুল ইসলাম খাঁন, গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাও: মুফতি আবু তাহের, হাসানগাঞ্জ হোসাইনিয়া দাখিল মাদরাসার সুপার মাও: আবুল কালাম আজাদ, মুসলিমিয়া দাখিল ( প্রস্তাবিত আলিম) মাদরাসার সুপার মাও: মোস্তফা কামাল উদ্দিন জাফরী, পাংগাশিয়া কেরামতিয়া দাখিল মাদরাসার সুপার মাও: নূর মোহাম্মদ হেলালী, সৈয়দাবাদ নুরজাহান দাখিল মাদরাসার সুপার মাও: মোশারফ হোসেন ,মিয়াজানপুর ফাযিল মাদরাসা আরবি প্রভাষক মাও: হাসনাইন আহমদ প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র কোরআনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। কোরআন শিক্ষায় আজ যারা হাতেখড়ি নিয়েছে তারা সহীহ্ ও শুদ্ধভাবে পবিত্র কোরআনকে অন্তরে ধারন করবে। যার আলো দিয়ে তারা নিজ, সমাজ ও দেশে আলো ছড়াবে। নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে।

বক্তরা আরো বলেন,কিয়ামতের দিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেলেও একমাত্র অক্ষুন্ন থাকবে মহাগ্রন্থ আল কোরআন। আর যারা সন্তানকে এই কুরআনের হাফেজ বানাবে ভাবছেন তাদের মত ভাগ্যবান আর কেউ হতে পারেনা।

অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াত, বাংলা, আরবী, ইংরেজি বক্তব্য সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তাদের নানা পরিবেশনা ছিল মুগ্ধ করার মতো। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও শুভার্থীদের স্বত:স্ফুর্ত উপস্থিতি কুরআনের আয়োজনকে প্রাণবন্ত করে তুলে। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ’সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

 

Link copied!