পিরোজপুরের কাউখালীতে শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পাঁচ দিনব্যাপী গুরুদেবের ১৩৩ তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উদ্যোগে ১৬ নভেম্বর শনিবার রাতে আশ্রম এলাকায় অনুষ্ঠানের আগতদের নিরাপত্তার ও প্রাথমিক চিকিৎসার স্বার্থে স্বেচ্ছাসেবক ও মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলার বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি`র সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু, কাউখালী উপজেলা বিএনপি`র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ। কাউখালী উপজেলা উপজেলা বিএনপি`র আহ্বায়ক এসএম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপি`র সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, জিয়াউল হাসান লিকসন, সৈয়দ বাহাউদ্দিন পলিন, উপজেলা বিএনপর আহ্বায়ক কমিটির সদস্য শাহ ইমরান ফারুক, শাফিউল আজম ভিপি দুলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, শ্রমিক দলের সভাপতি আবু তাহের, ছাত্রদলের আহ্বায়ক আল মামুন সুমন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। ৫ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের এই বৃহত্তম অনুষ্ঠানের নিরাপত্তা জন্য আমাদের স্বেচ্ছাসেবক কমিটি রাষ্ট্রের নিরাপত্তার বাহিনীর পাশাপাশি আমাদের বিএনপির নেতা ও কর্মীরা সার্বক্ষণিক নিরাপত্তা দায়িত্ব পালন করবেন এবং ক্যাম্পের মাধ্যমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :