AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ককটেল বিষ্ফোরণ আহত ১০, আটক-৬


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
১২:১৪ পিএম, ১৮ নভেম্বর, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ককটেল বিষ্ফোরণ আহত ১০, আটক-৬

পারিবারিক বিরোধের জের ধরে চাঁপাই নবাবগঞ্জের নাচোল রেলষ্টেশন এলাকায় ককটেল হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এতে আহত হয়েছেন ১০ জন। পরবর্তীতে উত্তেজিত জনতা সন্ত্রাসীদের ব্যবহৃত ৭টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে নাচোল রেলওয়ে রেলষ্টেশন এলাকায়। এ ঘটনার বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলার রেলওয়ে ষ্টেশন এলাকার রজব-সিফাত-জসিমের জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ রয়েছে। এ বিরোধ কে কেন্দ্র করে দুদিন ধরে এক পক্ষের লোকজনকে মারধর করে। এরই জের ধরে বিকেলে সদর উপজেলার রানীহাটি এলাকার ২০ -২৫ জনের একদল সন্ত্রাসী বাহিনী  নাচোল রেলওয়ে ষ্টেশন এলাকায় বেশ কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটায় এবং একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙ্গচুর করে। 

এতে অন্তত ১০ জন আহত হয়। এসময় স্হানীয় জনতা মাইকে ঘোষণা দিয়ে জামায়েত হয়ে দুই সন্ত্রাসীকে ধরে গণপিটুনি দেন এবং ৭টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেন। পরে নাচোল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটকসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমিজমা নিয়ে পারাবারিক বিরোধের জের ধরে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জন কে আটক করা হয়েছে। এলাকায় আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!