লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় মামার কোদালের আঘাতে আহত ভাগিনা হাফিজুর রহমানের (৪০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে ওই উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে হাফিজুরসহ ৬জন আহত হন। মৃত হাফিজার রহমান ওই গ্রামের মৃত আপতার উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ গ্রামের আহাদুলের সাথে তারই আপন ভাগিনা হাফিজার রহমানের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার তারই জেরে প্রথমে কথা কাটাকাটি পরে তা সংঘর্ষে রুপ নেয়। এতে মামা আহাদুলের কোদালের আঘাতে ভাগিনা হাফিজুরসহ উভয় পক্ষে ৬জন আহত হয়েছেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভাগিনা হাফিজুর রহমানসহ তার পক্ষের আহত চার জনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে ভাগিনা হাফিজুর রহমানের মৃত্যু হয়।
ভাগিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মামার পক্ষে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি থাকা শহিদুল ইসলাম (৩৮) ও সৌখিন ইসলাম (১৮) নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে নিহতের স্বজনরা।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী জানান, হাফিজার রহমানকে হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :