রাজবাড়ীতে জাকের পার্টির উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) রাজবাড়ী পৌর কমিউনিটি অডিটোরিয়ামে জেলা জাকের পার্টির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। তিনি বলেন, "নির্বাচনের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। দলীয় প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া ও নির্বাচনী ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে হবে। নির্বাচন ব্যয়সীমা মেনে চলা, ঘুষ ও ভোটার প্রভাবিত করার প্রক্রিয়া প্রতিরোধসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।"
সভায় সভাপতিত্ব করেন জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবীর, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী, জেলা জাকের পার্টির সহ-সভাপতি ডা. মঈনুদ্দিন মণ্ডল এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :