বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেন কালামপুর প্রোগ্রাম এর আয়োজনে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর)২০২৪ ইং গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কালামপুর ৬ নং ওয়ার্ডে মডেল পাবলিক স্কুল মাঠে সকাল ১০ ঘটিকা থেকে বীজ বিতরন ও প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠান শুরু হয়।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন, বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন- হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করেন কালিয়াকৈর পৌরসভা ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন। প্রশিক্ষনে তিনি উপস্থিত উপকারভোগীদের বীজ বপন, চারা পরিচর্যা, ফসলের বিভিন্ন রকম রোগ নির্নয় ইত্যাদি বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন। তিনি আরও বলেন, কৃষি কাজে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করতে হবে।
এসময় ৭০ জন উপকারভোগীদের মাঝে শশা, লাউ, লালশাক, বরবটি, ধনিয়া, বরবটি, পালংশাক ও পেপে ও বেগুনের চারাসহ কৃষি সহায়ক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
কৃসি সহায়ক এসব সামগ্রী পেয়ে উপকারভোগীদের মুখে ছিলো হাসি, তারা বলেন বিভিন্ন শাক সবজির বীজ পেয়ে তাদের পরিবারে পুষ্টির চাহিদা পূরন করা সম্ভব হবে। এবং অতিরিক্তি শাক-সবজি তারা বিক্রি করে তারা অর্থ উপার্জন করতে পারবে।
এসময় আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিগন, সাংবাদিকসহ হোপফর চিলড্রেন কালামপুর প্রোগ্রাম এর সোস্যাল ওয়ার্কার জনি বম, সুজান বর্মন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :