AB Bank
ঢাকা সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেয়াদোত্তীর্ন ঔষধ বিক্রির অভিযোগে কোটচাঁদপুরে ফার্মেসীতে অভিযান


মেয়াদোত্তীর্ন ঔষধ বিক্রির অভিযোগে কোটচাঁদপুরে ফার্মেসীতে অভিযান

মেয়াদোত্তীর্ন ঔষধ বিক্রির অভিযোগ কোটচাঁদপুরের সরদার ফার্মেসীতে অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)  জান্নাতুল মাওয়া। সোমবার দুপুরে ওই ফার্মেসীতে অভিযান চালান তিনি।

ভুক্তভোগী মাসুদ হোসেন বলেন,আমার স্ত্রী সুমি খাতুন। রবিবার সন্ধ্যায় সে অসুস্থ্য হয়ে পড়েন। এ সময় তাকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমিন আক্তারকে দেখানো হয়। তিনি চিকিৎসা দেওয়ার পর সরদার ফার্মেসী থেকে ঔষধ কেনা হয়। এরপর বাড়িতে গিয়ে ঔষধ খাওয়ানোর পর তাঁর অবস্থা আরো খারাপ হয়। এ সময় দেখতে পায় সেবন করা ওই ঔষধটি মেয়াদোত্তীর্ণ। বিষয়টি নিয়ে সোমবার সকালে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছিলাম। এর পেক্ষিতে অভিযান চালান সহকারী কমিশন (ভূমি)  জান্নাতুল মাওয়া। তবে কোন প্রমান না পাওয়ায় ওই ঘটনায় কোন ব্যবস্থা নেননি তিনি। তবে ওই ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় মালিক কে দুই হাজার টাকা জরিমানা করেন তিনি। 

ফার্মেসী মালিক সোহরাব হোসেন বলেন,এক ক্রেতার অভিযোগে আমার ফার্মেসীতে অভিযান চালান সহকারী কমিশনার ভূমি। তবে অভিযোগের কোন সত্যতা পাননি ওনারা। তবে ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় আমাকে দুই হাজার টাকা জরিমানা করেন তিনি। 

তিনি বলেন,আমি ওনারদের কাছে ওই ঔষধ বিক্রি করি নাই।বিনা কারনে আমার বিরুদ্ধে অভিযোগ করেন তারা।

এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমিন আক্তার বলেন,সোমবার রোগীটি আমি দেখে চিকিৎসা দিয়ে  ছিলাম। ওই ঔষধ খাওয়ার পর তা একটু বেড়ে যায়। এরপর রোগীর লোকজন মেয়াদোত্তীর্ন ঔষধ সেবনের কথা আমাকে জানান।

তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ সেবনে এমনটা হওয়ার কথা না। কারন  ঔষধের মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে তা তো বিষ হয়ে যায় না। ওই ঔষধের কার্য ক্ষমতা একটু কমে যায়। 

তিনি বলেন, আমার জানামতে ওই ঔষধ খেয়ে এমনটা হয়েছে কিনা আমার জানা নাই। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা জান্নাতুল মাওয়া বলেন,অভিযোগের পেক্ষিতে অভিযান চালানো হয় সরদার ফার্মেসীতে। তবে ওই অভিযোগের কোন সত্যাতা মেলেনি অভিযানে। ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ কিছু  ঔষধ পাওয়া যাওয়ায় দুই হাজার টাকা জরিমানা করা হয় ওই সময়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!