AB Bank
ঢাকা সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেটে ছাত্রদল নেতাকে হত্যা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সিলেট
০৯:২৭ পিএম, ১৮ নভেম্বর, ২০২৪
সিলেটে ছাত্রদল নেতাকে হত্যা

সিলেট জেলার কানাইঘাটে ব্যক্তিগত বিরোধের জের ধরে বন্ধুর ক্ষুরের আঘাতে এক ছাত্রদল নেতা খুন হয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে পৌর সদরে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মুমিন (২৮) কানাইঘাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও পৌর সদরের ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত রাজু আহমেদ পৌর সদরের দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে।

জানা গেছে, মুমিন ও রাজুর মধ্যে বন্ধুত্ব ছিল। এর মধ্যে মুমিন একটি খাদ্যপণ্য কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং রাজু স্থানীয় বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী। কিছুদিন আগে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগে। পূর্ব বিরোধের জের ধরে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌর সদরে পয়েন্টে আল-আমিন ফার্মেসির সামনে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

এর এক পর্যায়ে রাজু ক্ষুর দিয়ে মুমিনের পেটে আঘাত করেন। এ সময় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে রাজু পালিয়ে যান। পরে মুমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল সময় সংবাদকে বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে ধরতে পুলিশের দল অভিযান চালাচ্ছে। নিহত মুমিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত তবে অভিযুক্ত রাজু আহমেদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!