ফরিদপুরে "বিএনপি" বা দলের নাম ভাঙিয়ে কেউ যদি সন্ত্রাস, চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব মো: কিবরিয়া স্বপন। মঙ্গলবার (১৯ নভেম্বর ) একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
কিবরিয়া স্বপন বলেন, ফরিদপুরে ‘অনেক চাঁদাবাজ এবং সন্ত্রাসী আবারও সক্রিয় হয়েছে। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের নাম ভাঙিয়ে অপকর্ম করছে বলে জানা গেছে । জানমালের জন্য যদি কেউ হুমকি হয়ে দাঁড়ান, তাহলে তার ছাড় নেই সে যত বড় নেতাই হোন।
এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।
তিনি আরও বলেন, দুষ্কৃতকারীরা দলের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েছে। সে যেই হোক এমন কর্মকাণ্ডে সম্পৃক্তার কারণে ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এরজন্য যারা দায়ী তাদের আইনের আওতায় আনা হবে।
এক প্রশ্নের জবাবে সদস্য সচিব কিবরিয়া স্বপন বলেন, যে আত্মত্যাগের বিনিময়ে ছাত্র-জনতা নতুন বাংলাদেশ গড়েছেন, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। আগামীর ফরিদপুর জেলা গঠনে আমি আপনাদের সহযোগিতা চাই। যে ফরিদপুরে থাকবে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :