AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৫ ঘণ্টা পর সড়ক ছাড়লেন সেন্ট মার্টিনবাসী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কক্সবাজার
০৫:৩৬ পিএম, ১৯ নভেম্বর, ২০২৪
৫ ঘণ্টা পর সড়ক ছাড়লেন সেন্ট মার্টিনবাসী

পাঁচ ঘণ্টা পর জেলা প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা। পর্যটক ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহার ও রাত্রিযাপনে অনুমতির দাবিতে তারা কক্সবাজার শহরের প্রধান সড়ক দীর্ঘসময় অবরোধ করে রেখেছিলেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকার ডলফিন মোড় থেকে সরে যান আন্দোলনকারীরা। এতে শহরে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনাস্থলে গিয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ামিন হোসেন সেন্ট মার্টিনের বাসিন্দাদের বলেন, আপনাদের যৌক্তিক দাবির সঙ্গে আমরাও একমত। আপনাদের প্রতিনিধি দলের সঙ্গে ডিসি স্যার ও কর্মকর্তাদের কথা হয়েছে। আপনাদের দাবির বিষয়টি সরকারকে জানানো হয়েছে। সব দাবি মেনে নেওয়া হবে। আপনারা আপাতত সড়ক থেকে সরে যান। আশা করি দ্রুত সময়ে সমাধান হয়ে যাবে।

সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের প্রতিনিধি আব্দুল মালেক বলেন, পর্যটকদের ভোগান্তির কথা বিবেচনা করে আমরা আজকের মতো আন্দোলন স্থগিত করেছি। যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া না হবে দ্বীপের বাসিন্দারা দ্বীপে ফিরে যাবে না।

এর আগে বেলা ১১টার দিকে শহরের কলাতলীর ডলফিন মোড়ে এসে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন সেন্ট মার্টিন দ্বীপের কয়েক শ বাসিন্দা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থবির হয়ে পড়ে পুরো কক্সবাজার শহর। ভোগান্তিতে পড়েন হাজার হাজার পর্যটক।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!