কেক কাটা, আলোচনা ও ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে ময়মনসিংহের নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জাকির হোসেন ভূইয়ার সার্বিক পৃষ্ঠপোষকতায় ও ডেনমার্ক প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোসাদ্দেকুর রহমান রাসেলের সার্বিক সহযোগীতায় মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা হলরুমে ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে ৭০ জন ছাত্র ছাত্রীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ হিসাবে খাতা ও কলম বিতরণ করা হয়।
মরহম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুল জামান রিপনের সভাপতিত্বে ও নাজমুল হক ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক তফিল উদ্দিন মন্ডল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম ভূঞা, সমাজসেবা অফিসার ইনসান আলী, অধ্যাপক আবু তাহের সাগর, অধ্যক্ষ আবুল হাসান মোহাম্মদ এনামুল হক, সাংবাদিক এনামুল হক বাবুল, শিক্ষক মিজানুর রহমান মিজান, ব্যবসায়ী শামছুল হুদা সবুজ প্রমুখ
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উপকারভোগী শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :