নওগাঁর মান্দায় এক শারিরিক প্রতিবন্ধী শিক্ষার্থীকে বিনামূল্যে অটো হুইল চার্জার গাড়ি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক বিনামূল্যে এ অটো হুইল চার্জার গাড়িটি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, ফিল্ড সুপার ভাইজার মিজানুর রহমান, ইউনিয়ন সমাজকর্মী বিধান কুমার, জাকির হোসেন, মিলন হোসেন, মাশকুরুল, সোহেল রানা, আব্দুল বারী এবং অফিস সহকারী-কাম কম্পিউটার অপারেটর মিঠন কুমার প্রমূখ।
অটো হুইল চার্জার গাড়ি প্রাপ্ত শিক্ষার্থী বাধন বাবু হলেন, উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মাহবুর রশিদের ছেলে এবং পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী। মাহবুর রশিদের দুই জমজ মেয়ে এবং এক ছেলের মধ্যে বাধন বাবু জন্মগতভাবেই শারিরিক প্রতিবন্ধী। তবে, সে লেখাপড়ায় অনেক মেধাবী বলেও জানান তিনি। গাড়িটি পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
মান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, শারিরিক প্রতিবন্ধী শিক্ষার্থী বাধনকে ৪৫ হাজার টাকা মূল্যের একটি অটো হুইল চার্জার গাড়ি প্রদান করতে পেরে আমরা ধন্য। এ কাজে প্রসাদপুর বাজারের আব্দুল মালেক নামে একজন ক্ষুদ্র ব্যাবসায়ী তার প্রতিবন্ধী ভাতা’র প্রাপ্ত ১০ হাজার টাকা দিয়ে সহযোগীতা করেছেন বলেও জানান তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :