নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে গ্রাম্য শালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছেন। এ সময় এক সাংবাদিককে লাঞ্চিত করাসহ তার মোবাইল কেড়ে নেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে উপজেলার আহম্মেদপুর নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কায়েমকোলা গ্রামের রুস্তম আলীর ছেলে আশরাফুল ইসলাম (৪৫), মিজানুর রহমান (৩৫) ও জয়েন উদ্দিন (৩০) কে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আব্দুর রশিদ মুন্সীর ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও শফিকুল ইসলাম (২৫) কে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, নওপাড়া গ্রামের আব্দুর রশিদ মুন্সী ও তার প্রতিবেশী শহীদুল ইসলামের মধ্যে তিন শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকালে এ ব্যাপারে মিমাংসার জন্য সালিশ বৈঠক বসে। সালিশের এক পর্যায়ে কথা কাটাকাটির জের ধরে শহীদুল ইসলাম ও তার লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে আব্দুর রশিদ মুন্সীর পাঁচ স্বজন আহত হন। এ সময় রূপসী বাংলা টেলিভিশনের টাফ রিপোর্টার ভিডিও চিত্র ধারণ করতে গেলে হামলাকারীরা স্থানীয় সাংবাদিক সাহাবুল আলম কে শারীরিকভাবে লাঞ্চিত করে এবং তার মোবাইল কেড়ে নেয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :