AB Bank
ঢাকা বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যরাতে ছাত্রলীগের মিছিল, প্রতিবাদে বাকলিয়া থানা যুবদলের বিক্ষোভ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
১২:৩৯ পিএম, ২০ নভেম্বর, ২০২৪
মধ্যরাতে ছাত্রলীগের মিছিল, প্রতিবাদে বাকলিয়া থানা যুবদলের বিক্ষোভ

চট্টগ্রামে দ্বিতীয় বারের মতো মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত অঙ্গসংগঠন ছাত্রলীগ। রোববার (১৭ নভেম্বর) রাতে নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ে মাত্র কয়েক মিনিটের মিছিলের পর সোমবার (১৮ নভেম্বর) রাতে চকবাজার থানার দামপাড়া এলাকায় আরও একটি মিছিল বের করে সংগঠনটির ১০-১২ জন কর্মী। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাকলিয়া ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এর নির্দেশনায় বাকলিয়া থানা যুবদল নেতা নূরু উদ্দিনের নেতৃত্বে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়।

বিক্ষোভ মিছিলে ছাত্র–জনতার আন্দোলনে হামলা চালিয়ে গণহত্যা এবং নির্যাতনের অপরাধে সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গভীর রাতে বার বার মিছিলের প্রতিবাদ জানানো হয়।

মঙ্গলবার সন্ধ্যায় নগরের বাকলিয়া থানাধীন তুলাতলি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কল্পলোক আবাসিক এর মুখে পূর্ণরায় আবার তুলাতলি এসে মিছিল সমাপ্তি করে। এতে অংশ নেন থানা ও ওয়ার্ড যুবদলের শতশত নেতাকর্মী।

এ-সময় বক্তব্য রাখেন বাকলিয়া থানা যুবদল নেতা মোহাম্মদ আজমীর, তিনি বলেন, "এখন পর্যন্ত আপনারা ছাত্রলীগ–যুবলীগের খুনি–সন্ত্রাসীদের পুলিশ আইনের আওতায় নিয়ে আসতে পারেননি। অপরাধীদের আওতায় আনতে হবে।ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বাকলিয়া থানাধীন ১৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন ভাইয়ের নির্দেশনায় আমরা বাকলিয়াবাসী সবসময় সজাগ রয়েছি। আজকের এই মিছিলে বাকলিয়া থানা যুবদল নেতা নূরু উদ্দিনের ভাইয়ের পক্ষ থেকে ছাত্রলীগের নেতাকর্মীকে কঠিন হুশিয়ারী দিয়ে জানান দিতে চাই চট্টগ্রামের মাটিতে কোন হত্যাকারীর জায়গা হবে না।"

এসময় বাকলিয়া থানা যুবদল নেতা হেলাল উদ্দিন বলেন," গভীর রাতে শেখ হাসিনার সমর্থনে মিছিলকারীদের ২৪ ঘণ্টার ভিতরে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। ছাত্র–জনতার ওপর হামলা চালিয়ে গণহত্যার অপরাধে সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন  ছাত্রলীগ তাদের সব অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে বিচারের আওতায় দাবি জানায়।"

বাকলিয়া থানা যুবদল নেতা মোহাম্মদ জাফর বলেন,"ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে আমরা বাকলিয়া থানা যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। যারা গভীর রাতে চুরি করে এ-সব স্লোগান দিচ্ছে এবং তাদেরকে যারা অর্থ দিয়ে সহযোগিতা করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানায়। "

মিছিলে বক্তব্য রাখেন বাকলিয়া শহীদ এন এম এম জে ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ রাকিব, এসময় তিনি বলেন, "
এখনো শহীদের রক্তের দাগ শুকায়নি। যে চট্টগ্রামের মাটিতে শহীদ ওয়াসিম, শহীদ শান্ত এবং শহীদ হৃদয় তারুয়ার রক্ত লেগে আছে সেই রাজপথে তারা স্লোগান দেওয়ার মত দুঃসাহস দেখিয়েছে। যারা জুলাই অভ্যুত্থানে আমাদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে, আমাদের ভাই–বোনদের হত্যা করেছে। আমরা দেখতে পাচ্ছি তারা এখনো অবাধে ঘোরাফেরা করছে। তারা হাইকোর্টে খুনি হাসিনার পক্ষে স্লোগান দেয়। রাতের আঁধারে ছাত্রলীগ খুনি হাসিনার জন্য স্লোগান দেয়। তারা ভেবেছিল আমরা ঘুমাইয়া গেছি, তারা বোঝেনি আমরা তাদের গর্ত থেকে বের হওয়ার সুযোগ দিয়েছি। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই– যারা জুলাই গণহত্যার সঙ্গে জড়িত তাদের কোনোভাবে ছাড় দেয়া হবে না। প্রশাসনের প্রতি আমাদের দাবি থাকবে দ্রুত সময়ের মধ্যে যারা সন্ত্রাসী, জুলাই অভ্যুত্থানে হামলায় সরাসরি জড়িত তাদের গ্রেপ্তার করে যথাযথ শাস্তি দিতে হবে।

প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,বাকলিয়া থানা যুবদল নেতা মোহাম্মদ আজমীর, বাকলিয়া থানা যুবদল নেতা মোহাম্মদ হেলাল উদ্দিন,  জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মোহাম্মদ জাফর ইসলাম, যুবদল নেতা ইলিয়াস। বাকলিয়া শহীদ এন এম এম জে ডিগ্রি কলেজের ছাত্রদলনেতা মোহাম্মদ রাকিব সহ আরো অনেকে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!