ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের বাধা দেওয়ার মুল হোতাকে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ।
বুধবার ২০ (নভেম্বর) সকালে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে বল্লবদি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের কালাম মাতুব্বরের ছেলে সাদ্দাম হোসেন (৩৫) কে গ্রেফতার করেন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, গত ১৮ তারিখে স্থানীয় সাংবাদিকেরা ফুলবাড়িয়া উচ্চবিদ্যালয়ে একটি সংবাদ সংগ্রহ করতে গেলে ওই খানে তাদেরকে সংবাদ সংগ্রহ করতে না দিয়ে তাদের উপর আক্রমন করে। সেই আক্রমনের বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে একটা লিখিত অভিযোগ পেয়েছি সেই অভিযোগে ভিত্তিতে মামলা হয়েছে। মামলার যে মূল হোতা এজাহার ভুক্ত আসামী সাদ্দাম হোসেন কে আমরা ইতিমধ্যে গ্রেফতার করেছি। এই ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে এম মহিউদ্দিনের বিরুদ্ধে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী শ্লীলতাহানির অভিযোগ উঠে।
পরে শিক্ষার্থীরা প্রতিবাদ ও মানববন্ধনের ডাক দিলে সেখানে উপস্থিত হয় স্থানীয় সংবাদকর্মীরা। সেই সময় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের কাজে বাধা দেয়া সহ তাদের বেশ কয়েক ঘন্টা শ্রেণিকক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। সে সময় সংবাদকর্মীদের ব্যবহৃত ক্যামেরা, বুম, মটরসাইকেল সহ তাদের ধারণকৃত ভিডিও ছবি ডিলিট করে দেয়া হয় সেই সাথে নানান ভাবে লাঞ্ছিত করার ঘটনা ও ঘটে সংবাদকর্মীদের সাথে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :