ময়মনসিংহের নান্দাইলে যৌথ বাহিনীর অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং পৌর মেয়রসহ আওয়ামী লীগ-যুবলীগের সাত নেতা-কর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর)গভীর রাতে অভিযান চালিয়ে নাশকতা পরিকল্পনার অভিযোগে তাঁদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, নান্দাইলের সাবেক উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম শাহান (৬২), সাবেক পৌরমেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. রফিক উদ্দিন ভূইয়া (৬৬), পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের সাবেক সভাপতি সারোয়ার জাহান জনি (৪৩), ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম নাঈম (৪৩), পৌর আওয়ালীগের সদস্য জহিরুল ইসলাম (৪০), আওয়ামী লীগের সক্রিয় কর্মী চান মিয়া (৪৪) ও আনিছ মিয়া (৩২)।
সেনাবাহিনীর চারটি দল ও নান্দাইল মডেল থানা পুলিশের সহযোগিতায় নাশকতা ও দেশে অরাজকতা পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের সাত নেতা-কর্মীকে আটক করা হয়। রাতেই তাঁদের নান্দাইল মডেল থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.ফরিদ আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজই তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :