AB Bank
ঢাকা বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে বাড়তি বাসভাড়া, শিক্ষার্থীদের অবরোধ


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৯:০৮ পিএম, ২০ নভেম্বর, ২০২৪
নরসিংদীতে বাড়তি বাসভাড়া, শিক্ষার্থীদের অবরোধ

বাড়তি ভাড়া নেয়ার প্রতিবাদ ও মানহীন সেবার অভিযোগে নরসিংদী বাস টার্মিনাল থেকে ঢাকার গুলিস্তান গামী একমাত্র পরিবহন "মেঘালয় লাক্সারী" বয়কটের ডাক দিয়ে বাস টার্মিনাল ব্লক করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রায় অর্ধশত শিক্ষার্থী আন্ত:জেলা বাস টার্মিনাল ব্লক করে রাখে। 

এসময়, টার্মিনাল থেকে কোনো বাস ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়নি এবং ঢাকা থেকে আগত কোনো বাসকে টার্মিনালে ঢুকতে দেখা যায়নি। এর আগে, গতকাল মঙ্গলবার  থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মেঘালয় লাক্সারী বয়কটের ডাক দেয় শিক্ষার্থীরা। বাস চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রীকে ফিরে যেতে হয়েছে, পরতে হয়েছে দুর্ভোগে।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে, ১ কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা। সেই হিসেবে, নরসিংদী থেকে ঢাকার দুরত্ব ৫২ কিলোমিটার। নিয়ম অনুযায়ী নরসিংদী থেকে ঢাকার  নির্ধারিত ভাড়া যাত্রীপ্রতি প্রায় ১১০ টাকার বিপরিতে এই পরিবহনটি ভাড়া নিচ্ছে ১৫০ টাকা। টার্মিনালে বিকল্প কোনো পরিবহন না থাকায় দৈনিক অন্তত ৫ হাজার মানুষের ভোগান্তি দাবী করে এই সিন্ডিকেট না ভাঙলে সড়কে বাড়তি ভাড়া নিয়ে বাস চলতে দেয়া হবেনা বলে হুশিয়ারি দেয় শিক্ষার্থী ও যাত্রীরা। 

তারা আরও জানায়, মেঘালয় ও পিপিএল বাস সার্ভিস পরিচালনাকারীরা অন্য কোন মালিকপক্ষের বাসকেও এখানে ঢুকতেই দেয় না। তারা এককভাবে রাজত্ব ও আধিপত্য বিস্তার করছে। বাস কাউন্টার ও টার্মিনাল নোংরা হয়ে আছে। যাত্রীদের সাথেও বাসের ড্রাইভার ও হেলপার খারাপ আচরণ করেন। নরসিংদীতে সকল প্রকার সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিও জানান শিক্ষার্থী ও যাত্রীরা।

সাঈদ সনো নামে এক শিক্ষার্থী বলেন, যাত্রী প্রতি তারা সিন্ডিকেট করে প্রায় ৪০ টাকার কাছাকাছি বাড়তি ভাড়া নিচ্ছে৷ সাধারণ শিক্ষার্থীরা এটা কোনভাবেই মেনে নিবে না । মালিকপক্ষ আমাদের সাথে আলোচনা করতে সম্মত হয়েছেন । ভাড়া কমানো না হলে অর্থাৎ আলোচনায় কোন সমাধান না আসলে আমরা আরও কঠোর হব । 

নাজমুল ইসলাম নামে আরেক শিক্ষার্থী বলেন, একদিকে বাড়তি ভাড়া নিচ্ছে, অপরদিকে কাউন্টার ছাড়াও যাত্রী তুলছে। সাধারণ যাত্রীদের ভোগান্তি নিয়মিত। নিত্যদিনের এই ভোগান্তি থেকে  যাত্রীরা পরিত্রাণ চায়। ভাড়া কমানোর পাশাপাশি যাত্রী সেবার মান উন্নত না করলে সড়কে এই পরিবহনকে চলতে দেয়া হবেনা। এই পরিবহনের পাশাপাশি অন্য কোন পরিবহনও যদি একই কাজ করে তাহলে তাদের বিরুদ্ধেও আওয়াজ তুলবে শিক্ষার্থীরা । 

এদিকে কাউন্টারে দেখা যায়নি উল্লেখ যোগ্য বাস মালিক কিংবা কার্যকরী কমিটির কাউকে। জেলা বাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেনকে মুঠোফোনে কল দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায় । 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!