AB Bank
ঢাকা বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও ডাকাতি মামলার ৫ আসামি গ্রেফতার


রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও ডাকাতি মামলার ৫ আসামি গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। উপজেলার দৌলতদিয়া এলাকায় থানা পুলিশের অভিযানে ১৩৭ পুরিয়া হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী, ডাকাতি প্রস্তুতির মামলার এক আসামি এবং মাদক সেবনের দায়ে একজনসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- উত্তর দৌলতদিয়া সোহরাব মণ্ডল পাড়ার মো. শাহীন মোল্লা (৩০), দৌলতদিয়া শাহাদাত মেম্বার পাড়ার মো. বিল্লাল খন্দকার (৪০), পুরাভিটার খুদেজা আক্তার পিচ্চি (৫০) (ডাকাতি প্রস্তুতি মামলার আসামি), ইমান খার পাড়ার ইলিয়াস খান (২৮), এবং চর দৌলতদিয়া তমিজউদ্দিন মৃধা পাড়ার ফজল শেখ (৪০)।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশনায় এসআই মো. ফরিদ মিয়া ও এসআই সিহা আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত ভোর রাতে উত্তর দৌলতদিয়া পোড়াভিটা শহীদ মিনার এলাকা থেকে তাদের আটক করে।

এ সময় তিন মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ গ্রেফতার করা হয়, এবং তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। ডাকাতি প্রস্তুতির মামলার পলাতক আসামি ইলিয়াস খানও গ্রেফতার হন। এছাড়া, মাদক সেবনের দায়ে ফজল শেখকে মোবাইল কোর্টে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়। গ্রেফতারকৃতদেরকে বুধবার (২০ নভেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

রাজবাড়ী জেলা পুলিশ অপরাধ দমনে সর্বদা সক্রিয় রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!