AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইট হ্যাক করে ‍‍`ঔষধ চোর‍‍` লিখেছে হ্যাকাররা


সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইট হ্যাক করে ‍‍`ঔষধ চোর‍‍` লিখেছে হ্যাকাররা

মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইট প্রায় সোয়া চার ঘন্টা হ্যাকারের দখলে ছিলো। হ্যাকাররা সিভিল সার্জন কার্যালয়ের ওই ওয়েবসাইটে বিভিন্ন চিকিৎসকের নামের পাশে তাদের মন মতো শব্দ যুক্ত করে রাখেন।

বুধবার দুপুরে এ সংক্রান্ত একটি স্ক্রীনশট মুহুর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

দুপুর সাড়ে তিনটার দিকে সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইটে দেখা যায়, সিভিল সার্জন ডা: মো. মকছেদুল মোমিনের নামের পাশে ‘আমি ওষুধ চোর কিনা জানিনা’ লিখে রাখেন হ্যাকাররা। একই সাথে কো-অর্ডিনেটর (এমও) ডা: ইসমত জাহান ভূঁইয়ার নামের পাশে ‘মোটামোটি’, ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা: মোস্তফা কাদের রিসাদের নামের পাশে ‘ঔষধ চোর’, মেডিকেল অফিসার ডা: দিবাকর মণ্ডলের নামের পাশে ‘ঔষধ চোর’ এবং মেডিকেল অফিসার (টিবি-লেসপ্রী) ডা: আল-আমীনের নামের পাশে ‘ঔষধ চোর’ লিখে দিয়েছে হ্যাকারচক্র।

বিষয়টি নিয়ে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা: মো. মকছেদুল মোমিন বলেন, বেলা পৌনে ১২টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইটটি হ্যাকাররা তাদের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর বিকেল চারটার হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে ওয়েবসাইটটি আমাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। হ্যাকিংয়ের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সরকারি ওয়েবসাইটটি অনিরাপত্তার ঝুঁকিতে রয়েছে কি’না জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যে ওয়েবসাইটের পাসওয়ার্ড পরিবর্তন করে আমাদের নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন আর কোন ঝুঁকি নেই।

হ্যাকিংয়ের সাথে কারা জড়িত বা এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেয়া হয়েছে কি’না জানতে চাইলে তিনি বলেন, হ্যাকিংয়ের সাথে জড়িতদের সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। খোঁজখবর নিয়ে জানতে পারলে আইনি পদক্ষেপ নেয়া হবে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!