AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে আসামি ধরতে গিয়ে হামলায় আহত দুই পুলিশ সদস্য


ফরিদপুরে আসামি ধরতে গিয়ে হামলায় আহত দুই পুলিশ সদস্য

ফরিদপুরে রাব্বী হাসান বাপী (৩০) নামে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন কোতোয়ালি থানার দুই পুলিশ সদস্য। তবে আসামিকে গ্রেফতার করে থানায় আনতে সক্ষম হন তারা।

আসামির স্বজনদের হামলায় আহত দুই পুলিশ সদস্য হলেন, ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার ও একই থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) কর্ণ কুমার হালদার।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের গোয়ালচামট খোদাবক্স রোড এলাকায় আসামি রাব্বী হাসান বাপীর বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। রাব্বী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত(ওয়ারেন্টভুক্ত) আসামি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাব্বী হাসানকে ধরতে ফরিদপুর কোতোয়ালি থানার তিন পুলিশের একটি দল গোয়ালচামট মহল্লা এলাকার খোদাবক্স রোডের বাসায় যায়। এ দলে ছিলেন এসআই ফাহিম এবং দুই এএসআই কর্ণ ও সেলিমুজ্জামান। তারা আসামির বাড়িতে গিয়ে তাকে আটক করে নিয়ে আসার সময় তারা প্রতিরোধের মুখে পড়েন।

এ সময় রাব্বী হাসানকে ছিনিয়ে নিতে প্রতিবেশী শেখ রুস্তম (৩০) এসআই ফাহিমের বাম চোখে ঘুষি মারেন। এতে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় আসামি রাব্বি এএসআই কর্ণকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি সামান্য আহত হন। দুই পুলিশ সদস্য ফাহিম ও কর্ণকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, রাব্বী হাসানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া যে ব্যক্তি (শেখ রুস্তম) এসআই ফাহিমকে ঘুষি মেরেছে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে রাব্বী ও তার সহযোগীদের বিরুদ্ধে নতুন করে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!