বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী কলেজের অন্যতম নেতা সোহেল রানার ওপরে হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কালেক্টরেট মাঠ ও সিঅ্যান্ডবির মোড়ে দুই দফায় হামলার এ ঘটনা ঘটে। সোহেল রানা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত সোহেল রানা বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে কালেক্টরেট মাঠে সমন্বয়কদের সভা হয়। সেই সভায় অংশগ্রহণ শেষে বের হলে কোনো কিছু বুঝে ওঠার রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা হামলা করে। পরে রিকশা নিয়ে হাসপাতালে আসার সময় সিঅ্যান্ডবি মোড়ে আরেক দফায় হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।’
সোহেল রানার দাবি, কলেজে ছাত্রদলের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় এ হামলার ঘটনা ঘটেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শংকর কে বিশ্বাস জানান, শরীরে বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।
রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, ‘এ হামলার ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয়।’
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম জানান, হামলার ঘটনা শুনেছেন, কে জড়িত তিনি জানেন না। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :