হলের আসন বরাদ্দ নিয়ে দ্বন্দ্বের জেরে রণক্ষেত্র চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়ায় আহত হেয়েছেন বেশ কয়েকজন। ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সংঘর্ষের এ ঘটনা ঘটে। লাটিসোঁটা হাতে দুপক্ষের ধাওয়া- পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠে পুরো ক্যাম্পাস।
সাধারণ শিক্ষার্থীরা জানান, গত ১০ নভেম্বর হলের ফরম বিতরণের পর ১৯ নভেম্বর ৩০০ জনের ফলাফল ঘোষণা হয়। সেই ফলাফল প্রত্যাহার করে নতুন করে প্রক্রিয়া শুরুর দাবি জানান শিক্ষার্থীদের এক অংশ। তাদের দাবি সুষ্ঠু বণ্টন হয়নি। এ নিয়ে কয়েকদিন ধরে দুইপক্ষের বিরোধ চলছিল। এরই জেরে বিকেলে সংঘর্ষে জড়ান তারা। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। ভাঙচুর করা হয় ক্যাম্পাসের ফটক ও স্থাপনায়।
এদিকে, সংঘর্ষের ঘটনায় একে অপরকে দায়ী করেছে ছাত্রদল ও শিবির। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিসি (উত্তর) মোহাম্মদ ফয়সাাল আহমেদ বলেন, ‘দুপক্ষ সিট বরাদ্দ নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখনো বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।’
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :