AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রে কোরআন ছবকের উদ্বোধন


ফরিদপুরে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রে কোরআন ছবকের উদ্বোধন

ফরিদপুর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক  পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রে আল-কোরআনের ছবক প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর রেল স্টেশন জামে মসজিদের ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে এই কোরআন ছবকের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে ফরিদপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইয়াসিন মোল্লার সভাপতিত্বে ও আল্লামা রুহুল আমীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি।

বিশেষ অতিথি হিসেবে সবক প্রদান করেন ফরিদপুরের ঐতিহ্যবাহী জাতীয় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া আরাবিয়া শামসুল উলুম পশ্চিম খাবাশপুর  মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফতি কামরুজ্জামান।

এ সময় অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাবে যুক্ত হয়ে বক্তব্য দেন প্রকল্পের প্রকল্প পরিচালক এ এস এম শফিউল আলম।

অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন জনাব অধ্যাপক এম এ সামাদ সাধারণ সম্পাদক ফরিদপুর মুসলিম মিশন, আব্দুদ তাওয়াব, মাওলানা মাহমুদুল হাসান অধ্যক্ষ বাকিগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসা,বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনের জেলা প্রতিনিধি জনাব আনিসুর রহমান সজল, রেল স্টেশন মসজিদের সভাপতি,  ইমাম ও খতিব মাওলানা আবুল কালাম, স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মাঠ অফিসার রাসেল, মাস্টার ট্রেইনার ইফা ফরিদপুর মাহফুজুর রহমান জি সি সদর। এছাড়া আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

আলোচকগণরা বলেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি দ্রুত পাশ হওয়ার আশা ব্যক্ত করে এর আরো সম্প্রসারণ ও উন্নতি কামনা করেন। উপপরিচালক ইয়াসিন মোল্লা বলেন, আমরা সারা জেলাতেই এভাবে জাঁকজমকের সাথে কোরআন সবক অনুষ্ঠান বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।অতিথিরা অনুষ্ঠান বাস্তবায়নে মসজিদ কমিটির এখলাস ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 

একুশে সংবাদ/এনএস

Link copied!