বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেন কালামপুর প্রোগ্রাম এর আয়োজনে ২৫০ জন রেজিস্টার শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য চেকআপ করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) ২০২৪ ইং গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কালামপুর ৬ নং ওয়ার্ডে কালামপুর স্বনির্ভর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৯ ঘটিকা থেকে হেলথ চেকআপ প্রোগ্রাম অনুষ্ঠান শুরু হয়।
কালামপুর বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় মেডিকেল চেকআপ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডায়োসিস,বিলিভার্স ইস্টার্ন চার্চের প্রিস্টলি অ্যাফেয়ার্স সেক্রেটারি রেভাঃ ফাদার সাগর বর্মন। বিশেষ অতিথি খাজা বদরুদ্দোজা মডার্ন হসপিটাল এর মার্কেটিং ম্যানেজার তবারক হোসেন, ডাঃ খালেদা আক্তার হ্যাপি।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। আমাদের লক্ষ্যের মধ্যে একটি লক্ষ্য হলো শিশুরা যাতে সুস্থ থাকতে পারে। ভবিষ্যতে শিশুদের ডেভলপমেন্ট এর জন্য কাজ করার অনেক পরিকল্পনা আমাদের আছে।
এসময় আরো উপস্থিত ছিলেন- এলাকার গন্যমান্য ব্যক্তিগন,সাংবাদিকসহ হোপ ফর চিলড্রেন কালামপুর প্রোগ্রাম এর সোস্যাল ওয়ার্কার জনি বম, সুজান বর্মন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :