আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের পারকি সৈকত এলাকায় বেড়াতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েছেন এক সেনা সদস্য।
শুক্রবার (২২নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সেনা সদস্য সুফিয়ান ও তার বন্ধুরা ছিনতাইকারী ইমনকে আটক করলেও তার সহযোগীরা পালিয়ে যায়।
ভুক্তভোগী সেনা সদস্য সুফিয়ান তার বন্ধুদের নিয়ে পারকি সৈকতে বেড়াতে গিয়েছিলেন বলে জানায় সেনাবাহিনী। আনোয়ারা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, ইমন ও তার সহযোগী মো. মামুন, আলমগীর, রাশেদ, হেলাল, ওলি ও মহিউদ্দিন সৈনিক সুফিয়ান ও তার বন্ধুদের আটকে মারধর করে এবং আনুমানিক ২৯ হাজার টাকা ও ৩টি হেলমেট ছিনতাই করে।
এ সময় সুফিয়ান ও তার বন্ধুরা ছিনতাইকারী ইমনকে আটক করলেও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে ইমনকে ধরে আর্মি ক্যাম্পে ফোন দিলে সেনাবাহিনীর টহল দল তাকে ক্যাম্পে নিয়ে আসে। পরে তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, আটককৃত ছিনতাইকারীর বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :