AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আনোয়ারা পারকি সৈকতে বেড়াতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েছে সেনা সদস্য


Ekushey Sangbad
আনোয়ারা উপজেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৪:০২ পিএম, ২৩ নভেম্বর, ২০২৪
আনোয়ারা পারকি সৈকতে বেড়াতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েছে সেনা সদস্য

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের পারকি সৈকত এলাকায় বেড়াতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েছেন এক সেনা সদস্য। 

শুক্রবার (২২নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সেনা সদস্য সুফিয়ান ও তার বন্ধুরা ছিনতাইকারী ইমনকে আটক করলেও তার সহযোগীরা পালিয়ে যায়। 

ভুক্তভোগী সেনা সদস্য সুফিয়ান তার বন্ধুদের নিয়ে পারকি সৈকতে বেড়াতে গিয়েছিলেন বলে জানায় সেনাবাহিনী। আনোয়ারা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, ইমন ও তার সহযোগী মো. মামুন, আলমগীর, রাশেদ, হেলাল, ওলি ও মহিউদ্দিন সৈনিক সুফিয়ান ও তার বন্ধুদের আটকে মারধর করে এবং আনুমানিক ২৯ হাজার টাকা ও ৩টি হেলমেট ছিনতাই করে। 

এ সময় সুফিয়ান ও তার বন্ধুরা ছিনতাইকারী ইমনকে আটক করলেও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে ইমনকে ধরে আর্মি ক্যাম্পে ফোন দিলে সেনাবাহিনীর টহল দল তাকে ক্যাম্পে নিয়ে আসে। পরে তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। 

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, আটককৃত ছিনতাইকারীর বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!