`গাছ লাগান পরিবেশ বাঁচান` এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় ব্যবসায়ীদের মাঝে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এ সময় প্রায় এক হাজার ঔষধি, ফুল ও ফলজ বৃক্ষ বিতরণ করা হয়।
শনিবার সকালে হাতীবান্ধা শহর শাখা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলার ডাকবাংলোয় ব্যাবসায়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন হাতীবান্ধা উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক হাসেন আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রফিকুল ইসলাম, হাতীবান্ধা শহর শাখা জামায়াতে ইসলামীর সভাপতি ডাঃ জাহাঙ্গীর আলম, হাতীবান্ধা শহর শাখা ব্যাবসায়ী বিভাগের সভাপতি নূরুন্নবী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মানিক সহ আরও অনেকে।
এ সময় অতিথিরা বলেন, বৃক্ষরোপণের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে বৃক্ষের পরিচর্যা করতে হবে। তাতে করে মানবজাতি ও প্রাণীকুলের বৃহত্তর কল্যাণ সাধিত হবে। এছাড়াও ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে বৃক্ষরোপণ তথা বনায়নের বিকল্প নেই।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :