সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনার এক যুগ পূর্তিতে কারখানাটির সামনে ফুল দিয়ে নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানিয়েছে তাদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠন।
আজ রবিবার সকাল থেকে আশুলিয়ায় কারখানাটির সামনে নিহত শ্রমিকদের স্বজনরা ফুল হাতে এসে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগ, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন, বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিল নিয়ে ব্যানার হাতে ফুল দিয়ে নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানায়।
এ সময় শ্রমিক নেতারা বলেন, আজকে তাজরিনের ১১ বছর। কিন্তু এ ঘটনায় কোনো বিচার এখনো হয়নি। নিহত শ্রমিকদের পরিবারগুলো কষ্টে দিন পার করছে। আর আহত শ্রমিকরা পঙ্গু হয়ে জীবন যাপন করছেন। আমাদের দাবি তাজরিনের এই ভবনটি ভেঙে এখানে শ্রমিকদের পুনর্বাসন অথবা হাসপাতালে তৈরি করা হোক। খুনি দেলোয়ারের ফাঁসি হোক।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, ‘দেশে এখন নতুন সরকার। এখন দেলোয়ারসহ দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করার একটা আশা আমরা করতে পারি।’
এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তাজরীন গার্মেন্টস ও এর আশেপাশের এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
২০১২ সালের এইদিনে তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৭ জন শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। এসময় আহত হয় আরো অনেকে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :