২৩ নভেম্বর শনিবার জি-৭ রেস্টুরেন্ট এন্ড চায়নিজ এর হলরুমে সেবা, সৌহার্দ্য, সুনাগরিকত্ব এই তিনটি মটো নিয়ে প্রতিষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ২য় এজিএম ও ক্লাব বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান এ.এফ.এম এনামুল হক মামুন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট-১ সেক্রেটারি ও ন্যাশনাল অবজারভার এপেক্সিয়ান মোকসুদুর রহমান মামুন সরকার, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেছেন আইপিপি এপেক্সিয়ান ডা. এ.এ.এম তাহের, এপেক্সিয়ান ডা. খায়রুল কবীর সুমন, জনউদ্যোগ আহবায়ক মো. আবুল কালাম আজাদ। পরে ২০২৫ সালের জন্য প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত এপেক্সিয়ান মো. মমিনুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. আব্দুল মান্নান, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান ডা. মো. মোবারক হোসেন ও সেক্রেটারি এন্ড ডিএনই হিসেবে নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান আলহাজ্ব মো. মনিরুজ্জামান মানিক। বোর্ডের অন্যান্য সদস্যরা হলো আইপিপি এন্ড এক্সপানশন ডিরেক্টর এপেক্সিয়ান মো. আব্দুল বাতেন আকন্দ, ট্রেজারার, এপেক্সিয়ান মো. জিয়াউর রহমান, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান মো. হাফিজুর রহমান পলাশ, মেম্বারশিপ এন্ড এটেন্ডেন্ট ডিরেক্টর এপেক্সিয়ান মো. মানিক মিয়া, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপেক্সিয়ান মো. আলমগীর হোসাইন, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেক্সিয়ান মো. আবু বক্কর সিদ্দিক ও সার্জেন্ট এট আর্মস ডিরেক্টর এপেক্সিয়ান মো. নুরুল আমিন।
এছাড়াও ন্যাশনাল সার্ভিস মাস উপলক্ষে দুজন কম ভাগ্যবান নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। এবং ২০২৫ সালের জন্য নির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর-১ এ.এফ.এম এনামুল মামুনকে সংবর্ধনা প্রদান করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :