AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাগুরার শ্রীপুরে মাদকসেবিকে ভ্রাম্যমান আদালতের ২৫ দিনের কারাদন্ড ও অর্থদন্ড


Ekushey Sangbad
আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর, মাগুরা
০৫:২১ পিএম, ২৫ নভেম্বর, ২০২৪
মাগুরার শ্রীপুরে মাদকসেবিকে ভ্রাম্যমান আদালতের ২৫ দিনের কারাদন্ড ও অর্থদন্ড

মাগুরার জেলার শ্রীপুর উপজেলার বরালিদাহ গ্রামের সুজন শেখ(৩২) নামে এক মাদকসেবিকে গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতে ২৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১‍‍`হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।সাজাপ্রাপ্ত মাদকসেবি ওই গ্রামের নওশের শেখের পুত্র। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বরালিদাহ গ্রামের মাদক বিক্রেতা ও মাদকসেবি সুজন শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সাথে জড়িত। সোমবার দুপুরেও সে নাকোল বাজার এলাকায় প্রকাশ্যে মাদক সেবন অর্থ্যাৎ গাঁজা সেবন করছে বলে এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে অভিযোগ  আসে। এ তথ্যের  ভিত্তিতে ওইদিন দুপুর পৌনে দুইটার দিকে  শ্রীপুরের সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে নাকোল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা সেবন অবস্থায় সুজন শেখকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক তাকে ২৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১‍‍`হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। 

সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস জানান, এ অভিযান শুধুমাত্র আজকের জন্যই প্রযোজ্য নয়। মাদকসেবি এবং মাদক কারবারিদের বিরুদ্ধে এ অভিযান সবসময় চলমান থাকবে। মাদককে উৎখাত করতে না পারলে গোটা সমাজ অদূর ভবিষ্যতে ধ্বংশ হয়ে যাবে। মাদক কারবারি যতবড় শক্তিশালী হোক না কেন?  তাকে ধরতে পারলে অবশ্যই আইনের আওতায় আসতে হবে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!