AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোল্লাহাটে বিষাক্ত জেলি পুশকৃত ৩০০ কেজি চিংড়ি জব্দ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, বাগেরহাট
০৯:৫১ পিএম, ২৫ নভেম্বর, ২০২৪
মোল্লাহাটে বিষাক্ত জেলি পুশকৃত ৩০০ কেজি চিংড়ি জব্দ

মোল্লাহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিষাক্ত জেলি পুশ করা ২৬০ কেজি ও পুশছাড়া ৪০ কেজি সর্বমোট ৩০০ কেজি চিংড়ি জব্দ হয়েছে। 

নির্বাহী  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হরেকৃষ্ণ অধিকারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ নভেম্বর) উপজেলার নতুন ঘোষগতি  এলাকায় অভিযান পরিচালনা করা হয়, এ সময় উক্ত চিংড়ি এবং পুশের সরঞ্জাম জব্দ করা হয়। অভিযান চলাকালীন কর্মকর্তাদের   উপস্থিতি টের পেয়ে চিংড়িতে পুশকারি দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

তবে দুস্কৃতিকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হবে বলে তিনি জানান । চিংড়ি মোল্লাহাটের একটি ব্র্যান্ড। এই ব্রান্ডকে যেই কলুষিত করার চেষ্টা করবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরপর পুশকৃত চিংড়ি উপজেলা চত্বরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে বিনষ্ট করা হয়। খাবার উপযোগী ৪০ কেজি চিংড়ি নিলামে বিক্রি করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম জানান, চিংড়িতে অপদ্রব্য পুশের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে, এরই ধারাবাহিকতায় আজ একটি মোবাইল কোর্ট করা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!