ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারে মাটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সার সুপারিশ কার্ড বিতরণ ও ভেজাল সার সনাক্তকরণে জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রোমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
কার্ড বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট এর জামালপুর আঞ্চলিক শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আ খা ম মুর্শেদুর রহমান, গবেষণাগার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: হাবিবুর রহমান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রাফেজা বেগম, উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ, ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার ব্রম্মপুত্র এর টিম লিডার মো: মাহবুবুল আলম, বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ঐ টিমের সদস্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো: লুতফুল হাসান, মো: রবিউল ইসলাম, মো: সাব্বির হোসেন।
এই আয়োজনে আলোচকরা কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। তারা মাটির গঠন এবং ফসল উৎপাদনে বিভিন্ন রকম সারের ব্যবহার নিয়ে আলোকপাত করেন। বিভিন্ন ঋতুতে রোগবালাই থেকে ফসল রক্ষায় প্রয়োজনীয় আগাম ব্যবস্থা গ্রহণ করার প্রতি গুরুত্ব আরোপ করেন। এছাড়া ফসলের ভালো ফলন পেতে করণীয় বিষয়গুলো তারা কৃষকদের মাঝে তুলে ধরেন।
এই প্রশিক্ষণ পেয়ে কৃষকরা বলেন, ‘ফল ফসলের ভালো ফলন পেতে সঠিক কৃষি জ্ঞান থাকা প্রয়োজন। এমন প্রশিক্ষণ কৃষি ধারণাকে খুব সমৃদ্ধ করেছে এবং কৃষকের উপকার হচ্ছে।
উল্লেখ্য, এই কর্মসূচির ধারাবাহিকতায় সরিষাবাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ গবেষণাগার (ব্রহ্মপুত্র) তিন দিন অবস্থান করে ৫৩ জন কৃষকের ফসলি জমির মাটি পরীক্ষা ও বিশ্লেষণ করে। রবি ও খরিপ মৌসুমে কৃষকদের ফসলি জমির মাটি মাত্র ২৫ টাকার বিনিময়ে সরেজমিনে পরীক্ষা করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :