AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিইপিজেডের শ্রমিকদের সড়ক অবরোধ


Ekushey Sangbad
সাভার উপজেলা প্রতিনিধি, ঢাকা
১২:২৬ পিএম, ২৭ নভেম্বর, ২০২৪
ডিইপিজেডের শ্রমিকদের সড়ক অবরোধ

টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেডের একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ ও তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা।

বুধবার (২৭ নভেম্বর) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল পুরাতন জোনের প্রধান ফটকের বাইরে অবস্থান নেন শ্রমিকরা। এ সময় তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কোন শ্রমিককে পুরাতন ইপিজেডে প্রবেশ করতে দেয়া হবে না বলে ঘোষণা দেন তারা।

শ্রমিকরা বলেন, গত ৪ বছর আগে বন্ধ হয়ে যাওয়া লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলসের প্রায় সাড়ে ৭ হাজার শ্রমিকের পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবেন তারা।

এ সময় তারা ডিপিজেডের পুরাতন জোনের প্রধান ফটকসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে ইপিজেডের অভ্যন্তরে অন্য কারখানার শ্রমিকদের প্রবেশ করতে দেয়নি।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!