AB Bank
ঢাকা বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালিয়াকৈরে ‘‘হোপ ফর চিলড্রেন” প্রোগ্রাম এর আয়োজনে বিনামূল্যে শিশুদের খেলার সামগ্রী বিতরণ


কালিয়াকৈরে ‘‘হোপ ফর চিলড্রেন” প্রোগ্রাম এর আয়োজনে বিনামূল্যে শিশুদের খেলার সামগ্রী বিতরণ

বিলিভার্স ইষ্টার্ন চার্চ কর্তৃক পরিচালিত “হোপ ফর চিলড্রেন” এর আয়োজনে কালামপুর স্বনির্ভর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও  মানসিক বিকাশ সাধনে এবং দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে বিনামূল্যে খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৭ নভেম্বর (বুধবার) সকালে কালিয়াকৈর পৌরসভার কালামপুর ৬ নং ওয়ার্ডে কালামপুর স্বনির্ভর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলার সামগ্রী যেমন- শিশুদের স্টিলের স্লাইডার, হর্স ও টাইগার রাইডার, ক্রিকেট ব্যাট,স্টাম্প,বল, লুডু,ক্যারাম,ব্যাট মিন্টন, হ্যান্ডবল, ভলিবল, ফুটবল ইত্যাদি খেলনা সামগ্রী উপহার দেওয়া হয়।

কালামপুর বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায়  খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডায়োসিস,বিলিভার্স ইস্টার্ন চার্চের প্রিস্টলি অ্যাফেয়ার্স সেক্রেটারি রেভারেন্ড ফাদার সাগর বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন কালামপুর স্বনির্ভর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার, শিক্ষিকা শিখা রানি, বিদ্যালয়ের জমিদাতা মোঃ বাবুল হোসেন, কমিউনিটি মেম্বার নাজমুল হোসেন,হোপ ফর চিলড্রেন কালামপুর এর সমাজকর্মী জনি বম, সুজান বর্মন প্রমুখ।

খেলনা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, কোমল-মতি শিশুরাই আমাদের আগামীর ভবিষ্যৎ। পড়াশোনার পাশাপাশি একমাত্র খেলাধুলায় পারে অন্যায়, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে।এজন্য সবাইকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে তাহলে শরীর ও মন ভালো থাকবে, পাশাপাশি মানসিক বিকাশ সাধিত হবে। কালামপুর স্বনির্ভর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, গ্রামবাসী ও শিক্ষার্থীরা  শিশুদের জন্য খেলার সামগ্রী উপহার দেওয়ায় ‘‘হোপ ফর চিলড্রেন’’ প্রোগ্রাম এর উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন।

কালামপুর স্বনির্ভর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হোসেন বলেন, তারা বিভিন্ন খেলনা সামগ্রী পেয়ে খুবই আনন্দিত।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!