সিরাজগঞ্জে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ১০৩ গ্রাম হেরোইনসহ এক জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) র্যাব-১২’র কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ‘ঝ’ বগির ৮৯ নং আসনে অভিযান পরিচালনা করে ১০৩ গ্রাম হেরোইনসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ১টি মোবাইল ফোন ও নগদ ১৬০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন, রাজশাহী জেলার মাদারপুর গ্রামের মো. ইন্তাজ আলীর ছেলে মো. সজল ইসলাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :