বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে শিয়ালকোল ইউনিয়ন তৌহিদী জনতার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনটি শিয়ালকোল ইউনিয়ন তৌহিদী জনতার সভাপতি মাওলানার কাজিউল রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এস এম ফরিদুজ্জামান, মোহাম্মদ মাহফুজুর রহমান, আব্দুল সরকার, মোহাম্মদ ফরহাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন সিরাজগঞ্জ জেলার শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর গ্রামে অন্তর্গত ও বড় পীর গাউসুল আজমের পবিত্র দরবার শরীফে বহুদিন যাবত মাদকের আখড়ায় পরিণত হয়েছে। এ ছাড়াও এই দরবার শরীফে দেহ ব্যবসা, মাদক বিক্রি, জুয়া খেলা সহ নানা অপকর্ম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এটি অবিলম্বে বন্ধ করে মসজিদ নির্মাণ করার দাবি জানান ইউনিয়নবাসী ।
এছাড়াও দরবার শরীফটি ভেঙ্গে মসজিদ নির্মাণ করা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারীদেন বক্তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :