AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসকন উগ্রবাদী কার্যক্রম চালিয়ে দেশে অশান্তি সৃষ্টি করছে-সমবেশে বক্তারা


ইসকন উগ্রবাদী কার্যক্রম চালিয়ে দেশে অশান্তি সৃষ্টি করছে-সমবেশে বক্তারা

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মৌলভীবাজার শহরে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সাধারণ ছাত্র-জনতা মৌলভীবাজার এর আয়োজনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে চৌমুহনা চত্বরে গিয়ে সমাবেশে রূপান্তরিত হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের ক্ষোভ জানান। ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’—এসকল স্লোগানে মিছিলে অংশগ্রহণকারীরা নিজেদের অবস্থান পরিস্কার করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের মৌলভীবাজার শহর শাখার সাহিত্য সম্পাদক মুস্তাকিম আহমদ, তালামিযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আলী রাব্বি রতন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সুমন ভুইয়া, নাকিব আহমদ মাহি, আহবাব আল হামিদি, আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আহমদ, মাওলানা এহসানুল হক জাকারিয়া, শাহ মিসবাসহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তি প্রদানের দাবি জানান। তাঁরা বলেন, এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এছাড়া বক্তারা বলছেন, আবরার ফাহাদ থেকে আলিফ, শহীদদের সংখ্যা বাড়লে আমাদের শাহাদতের তামান্নাও বাড়ে। আমাদেরকে গাড়ী চাপা কিংবা ভয় দেখিয়ে লাভ নেই।

ইসকন সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে তারা আরও বলেন, ইসকন উগ্রবাদী কার্যক্রম চালিয়ে দেশের পরিবেশে অশান্তি সৃষ্টি করছে। ইসকন বা অন্য কোন উগ্রবাদী সংগঠন যাতে দেশের জনগণের মধ্যে বিভেদ এবং অশান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানান বক্তারা।

বিক্ষোভকারীরা আরও দাবি করেন দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে রাষ্ট্রকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই উগ্রবাদী কার্যক্রম বা ষড়যন্ত্রের জন্য স্থান দেওয়া যাবে না বলেও হুশিয়ারী দেন ছাত্রনেতারা।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!